বাল্যবিবাহ ও নারী পাচার রোধে ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে কর্মশালা
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত নারায়ণপুর অঞ্চলের অক্ষয় বিদ্যামন্দির স্কুলে নারী পাচার ও বাল্যবিবাহ রোধে ছাত্র ছাদের ভূমিকা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। নারায়নপুর অঞ্চলের সিনি পরিচালিত সংস্থা এবং নারায়নপুর অক্ষয় বিদ্যামন্দিরের যুগ্ম সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মাধ্যমে তাদেরকে সিনী সংস্থার তরফ থেকে সতর্ক করে বলা হয় যে, তোমরা অচেনা কারো সঙ্গে ফেসবুকে বা অনলাইনের মাধ্যমে বন্ধুত্ব বা যোগাযোগ করবে না। এবং গ্রামের আশেপাশে বাল্যবিবাহ থেকে শুরু করে নারী পাচার রোধে সজাগ থাকবে, এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এই সমস্ত কার্যকলাপ বন্ধ করতে অগ্রণী ভূমিকা নেবে। এ বিষয়ে স্কুলের ছাত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে আজকে আমাদের স্কুলে এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাল্যবিবাহ বা নারী পাচার একটি দণ্ডনীয় অপরাধ মূলক কাজ, যেটা আমরা নিজেরা করবো না এবং অপরকেও করতে দেব না। এই কর্মশালায় বিশিষ্ট গুণীজনের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রধান মাননীয় সালাউদ্দিন সরদার মহাশয়, উপপ্রধান মিনতি বিশ্বাস অঞ্চলের যুব সভাপতি এবং স্কুল পরিচালন কমিটির সদস্য মিলন মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ গায়েন এবং সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
Comments