Posts

Showing posts from March, 2024

অ্যালেন কলকাতার মেগা ওরিয়েন্টেশনে ৫০০০ ছাত্র ছাত্রী ও অভিভাবক

Image
অ্যালেন কলকাতার মেগা ওরিয়েন্টেশনে ৫০০০ ছাত্র ছাত্রী ও অভিভাবক   সাজাহান সিরাজ :: ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য সারাদেশে সুপরিচিত এবং বিখ্যাত অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট।  রবিবার কলকাতায় এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এক মেগা ওরিয়েন্টেশন সেশন এর‌ আয়োজন করা হয়। এই অধিবেশনে প্রায় ৫০০০ শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্জ্বলন ও অ্যালেন প্রার্থনার মাধ্যমে অধিবেশন শুরু হয়। এর সাথে অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ৩৫ বছরের জয় যাত্রার চিত্র তুলে ধরা দেওয়া হয়। এতে অ্যালেনের ফলাফল এবং তার সামাজিক উদ্দেশ্যের কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়া হয়। অধিবেশনে, অ্যালেনের সিএও সি.আর চৌধুরী বলেন, অ্যালেন তার ৩৫ বছরের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তুলতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে। অ্যালেনের জন্য, শিক্ষার্থী হল তার প্রতিটি কাজের কেন্দ্রে, যা কিছু পরিবর্তন করা হয় তা ছাত্রের উন্নতির জন্য করা হয়। অ্যালেন গ্যারান্টি দেয় যে প্রত্যেক শিক্ষার্থী তার যোগ্যতা ও প্রত্যাশা অনুযায়ী ভালো শিক্ষক পাবে। যেসব শিক্ষার্থী ভর্তি...

বিশ্ব ইডলি দিবস কলকাতায়

Image
বিশ্ব ইডলি দিবস কলকাতায় সাজাহান সিরাজ :: ইডলি মূলত দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার। বর্তমানে সারাদেশে এই ইডলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। কলকাতা সহ পশ্চিমবাংলায় ইডলির কদর রয়েছে। সস্তায় পুষ্টি গুণসম্পন্ন স্বাস্থ্যকর খাবার এই ইডলি দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠছে। শনিবার কলকাতা প্রেসক্লাবের জনপ্রিয় ব্র্যান্ড ইডলিগোর প্রতিষ্ঠাতা অনুপ কানোদিয়ার‌ উদ্যোগে বিশ্ব ইডলি দিবস উদযাপিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিনিকাল নিউট্রিশনিস্ট ও লাইফস্টাইল কনসালটেন্ট অনন্যা ভৌমিক, ডাক্তার সত্যম চক্রবর্তী এবং WYSIWYG-এর প্রতিনিধি মি.আসিফ প্রমুখ।  ইডলিগো-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে নিয়ে এদিন ইডলিগোর সদস্যরা কেক কাটায় অংশ নেন। অনুষ্ঠানে মিঃ অনুপ কানুদিয়া বলেন, "বিশ্বে যেখানে সহজ সহজ এবং পুষ্টিকর খাবারের অভাব সেখানে IDLYgo সবার আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে। যারা দ্রুত সস্তায় পুষ্টিকর এবং স্বাস্থ্যকরি খাবারের খোঁজ করেন, তাদের কাছে ইডলিগো ত্রাতা হতে পারে।" তিনি বলেন, "IDLYgo সাধারণ মানুষের সস্তায় পুষ্টিকর খাবার যোগানের একটি সমাধান প্রদানের জন্য একটি মি...