রিয়েলমি C55 ,C-সিরিজের লেটেস্ট স্মার্টফোন
রিয়েলমি C55 ,C-সিরিজের লেটেস্ট স্মার্টফোন
বনি সিংহ : যারা স্টাইল ও ফাঙ্কশনের মিশ্রণ সম্পন্ন স্মার্টফোন খোঁজেন , তাদের আকৃষ্ট করার জন্য অত্যাধুনিক ফিচার, স্লিক ডিজাইন এবং শক্তিশালী পারফর্মেন্সে পরিপূর্ণ রিয়েলমি C55 , শুক্রবার ২৪শে মার্চ ভারতের সবচেয়ে বিশ্বস্ত টেকনোলজি ব্র্যান্ড, রিয়েলমি C সিরিজের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করেছে রিয়েলমি C55. রিয়েলমি ইন্ডিয়ার সিইও,
রিয়েলমির ভিপি, এবং রিয়েলমি ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট শ্রীমাধব শেঠ এই লঞ্চের বিষয়ে বলেন ব্যান্ড হিসেবে রিয়েলমি তাদের ব্যবহারকারীদের জীবনযাত্রার সাথে মানানসই লেটেস্ট প্রোডাক্ট তাদের হাতে তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন স্ট্র্যাটেজিক আপগ্রেডের জন্য, সি সিরিজের স্মার্টফোনের এই নতুন রেঞ্জ লিপ-ফরোয়ার্ড টেকনোলজির সাথে সেগমেন্টকে নেতৃত্ব দেবে এবং চারটি গুরুত্বপূর্ণ এরিয়ার দিকে নজর দেবে,
ক্যামেরা, স্টোরেজ, চার্জিং এবং ডিজাইন। রিয়েলমি C55 দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে সানশাওয়ার এবং রেনি নাইট। রিয়েলমি C55 হলো প্রথম রিয়েলমি ফোন যেখানে মিনি ক্যাপসুল রয়েছে ও যা তিনটি প্রয়োজনীয় ফিচার অফার করে, চার্জ নোটিফিকেশন, ডাটা ব্যবহারের নোটিফিকেশন এবং স্টেপ নোটিফিকেশন।
Comments