ছাত্রছাত্রীদের জন্য 'ই স্কুটার'*

 *ছাত্রছাত্রীদের জন্য 'ই স্কুটার'* 



 *ব-দ্বীপ বার্তা প্রতিনিধি,* *কলকাতা :* ছাত্রছাত্রীদের জন্য উপযোগী  *"ই স্কুটার"*  নতুন স্কিম আনল 'এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'। নির্মাণকারী সংস্থার পক্ষে এস কে সিনহা জানিয়েছেন, 'যে কোনো ছাত্রছাত্রী মাত্র ৬১ হাজার টাকায় "ই স্কুটার" কিনতে পারবেন।'


বৃহস্পতিবার, ২ মার্চ  নিউ আলিপুরের ৩৪ নম্বর দুর্গাপুর কলোনী-তে 'নীহারিকা এন্টারপ্রাইজ'-এর নতুন বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করতে এসে এস কে সিনহা জানান, "এল ই ডি এসিড বা লিথিয়াম ব্যাটারির উপর ই স্কুটারের দাম বাড়ে বা কমে।

এন এক্স টি-র ধীর গতি সম্পন্ন (৯০ কিমি/ঘণ্টা) ই স্কুটারের 'উইনার', 'গ্রেস' ও 'প্রিন্স' নামের পৃথক তিনটে মডেল আছে। অপরদিকে এন এক্স টি বাজারে এনেছে নতুন উচ্চ গতিসম্পন্ন (১২০ কিমি/ঘণ্টা) ই স্কুটার।"



এদিন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীহারিকা এন্টারপ্রাইজ-এর কর্ণধার শিবনাথ মুখার্জি জানান, "ই স্কুটারগুলো নূন্যতম ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।"

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব