ছাত্রছাত্রীদের জন্য 'ই স্কুটার'*
*ছাত্রছাত্রীদের জন্য 'ই স্কুটার'*
*ব-দ্বীপ বার্তা প্রতিনিধি,* *কলকাতা :* ছাত্রছাত্রীদের জন্য উপযোগী *"ই স্কুটার"* নতুন স্কিম আনল 'এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'। নির্মাণকারী সংস্থার পক্ষে এস কে সিনহা জানিয়েছেন, 'যে কোনো ছাত্রছাত্রী মাত্র ৬১ হাজার টাকায় "ই স্কুটার" কিনতে পারবেন।'
বৃহস্পতিবার, ২ মার্চ নিউ আলিপুরের ৩৪ নম্বর দুর্গাপুর কলোনী-তে 'নীহারিকা এন্টারপ্রাইজ'-এর নতুন বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করতে এসে এস কে সিনহা জানান, "এল ই ডি এসিড বা লিথিয়াম ব্যাটারির উপর ই স্কুটারের দাম বাড়ে বা কমে।
এন এক্স টি-র ধীর গতি সম্পন্ন (৯০ কিমি/ঘণ্টা) ই স্কুটারের 'উইনার', 'গ্রেস' ও 'প্রিন্স' নামের পৃথক তিনটে মডেল আছে। অপরদিকে এন এক্স টি বাজারে এনেছে নতুন উচ্চ গতিসম্পন্ন (১২০ কিমি/ঘণ্টা) ই স্কুটার।"
এদিন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীহারিকা এন্টারপ্রাইজ-এর কর্ণধার শিবনাথ মুখার্জি জানান, "ই স্কুটারগুলো নূন্যতম ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।"
Comments