Posts

রঙের উৎসব দোলযাত্রা

রঙের উৎসব দলযাত্রা সাজাহান সিরাজ :: উৎসব জীবনের অঙ্গ। রঙহীন জীবন বড়ই কষ্টের। ঋতুরাজ বসন্ত তাই বছর ঘুরে একবার আসেন আমাদের মনকে রাঙিয়ে দিতে। এই দিনটিকে সামনে রেখে সবাই রঙে মেতে ওঠেন, উদযাপিত হয় দোল উৎসব।  এই উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল প্রাক্ হোলি উৎসব । শনিবার হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মুখরাম কানোরিয়া রোডের 'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজী' মন্দিরের উদ্যোগে এই উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কলকাতার সত্যানন্দ পার্কের কাছে এসে শেষ হয়।  শোভাযাত্রাকে কেন্দ্র করে বেলা ১২ টার পর থেকে বেশ কিছুক্ষণ সময় মন্দির এবং হাওড়া সেতুর উপর দেশ-বিদেশের বহু ভক্ত সমাগম পরিলিক্ষত হয়। শোভাযাত্রা চলাকালীন ভক্তবৃন্দগণ বিভিন্ন রঙের আবীর খেলতে থাকেন। এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে বহু আলোকচিত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই দোলযাত্রা উৎসব উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে গত ১৯ মার্চ থেকে ভক্তগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের বর্ষিয়ান সদস্য ললিতকুমার বাঘেলা জানিয়েছেন, "১৮৮৪ সালে এই মন্দিরটি ১৯ ও ১৯/১ মুখরাম কানোরিয়া রোডে প্রত...